খোর্শেদ আলমঃ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের মুরাদপুর ইউনিয়নের রহমতপুর এলাকায় নৌকাডুবিতে এক মহিলা মৃত্যুবরণ করেছে৷ নিখোঁজ রয়েছেন ২ জন৷ ৪ আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় রহমতপুর গ্রামের নিকটবর্তী হাওরে এ দুর্ঘটনা ঘটে৷ পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হুকুড়া একই পরিবারের ১২ জন লোক একটি নৌকা যোগে পার্শ্ববর্তী বানিয়াচংয়ের মুরাদপুর গ্রামে বেড়াতে রওয়ানা দেয় ৷ পথিমধ্যে রহমতপুর এলাকার হাওরে পৌছলে নৌকাটি পানিতে ডুবে যায়৷ এতে নৌকার সবাই পানিতে ডুবে জোর চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে৷ খবর পেয়ে বানিয়াচংয় থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পরে শিবপাশা গ্রামের হুকুড়া মহল্লার মৃত আব্দুল আওয়ালের মেয়ে দুলনা আক্তার (২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ এখন পর্যন্ত আরো ২ জন নিখোঁজ ৷ এ ব্যাপারে বানিয়াচংয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি৷ ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আরো ২ জন নিখোঁজ রয়েছেন৷ নিখোঁজদের উদ্ধার করতে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, আমরা ৯জনকে জীবিত উদ্ধার করেছি। আরও ২জন কে উদ্ধার করতে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকাডুবিতে এক মহিলা নিহত।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১০:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- ৬৯১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ