নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানায় বন্যায় তলিয়ে যাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন হবিগঞ্জ ২ আসন বানিয়াচং-আজমিরিগঞ্জের মাননীয় এমপি আব্দুল মজিদ খান
২৪ জুলাই শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার আশ্রয়কেন্দ্র শিবপাশা উচ্চ বিদ্যালয়ে শিবপাশা ইউনিয়নের পানিবন্দী পরিবারগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, ১লিঃ সোয়াবিন তৈল, ৫০০ গ্রাম নুডলস সহ ১০ টি আইটেম সমৃদ্ধ শুকনো খাবারের প্যাকেজ পানিবন্দী পারিবারগুলোর হাতে ত্রান ও উপহার সামগ্রী তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এতে বক্তব রেখে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের পাশে থেকেছেন, জনগনকে ত্রান সামগ্রী ও চিকিৎসা দিয়ে সাহায্য করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলের বাড়িঘর তলিয়ে যাওয়া মানুষের পাশে ও থাকবে সরকার।