“দ্বীনদার মা তৈরির কারখানা” জামেয়া হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলা বিশ্বনাথের স্পনসর আন-নিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাষ্ট ইউকের পেট্রন ও পূর্ব লন্ডন নিউহ্যামের মেনর পার্কস্থ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি নেতা গোলাম হোসেন এর চাচাতো ভাই, আন-নিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অন্যতম সদস্য আলহাজ্ব আবদুর রউফ গতকাল বুধবার ২২ জুলাই, ১ লা জিলহজ্ব সকাল ১০ ঘটিকায় রয়্যাল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন-নিয়ামাহ পরিবার।
আন-নিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট, হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলার প্রতিষ্ঠাতা ও প্রধান খাদিম, টাইম নিউজ ইউকে বিডির প্রধান সম্পাদক, রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথের সাবেক সিনিয়র শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এম আবুল হাশেম বিএসসি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুম আব্দুর রউফের ট্রাষ্টের জন্য তার বিভিন্ন অবদানের কথা স্বরন করে বলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করেন।
উল্লেখ্য মরহুমের গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তিনি মৃত্যুকালে স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।