খোর্শেদ আলম হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জে-বানিয়াচং রোডের কালাডোবা যাত্রী ছাউনির কাছে ধান বোঝাই ট্টাক্টর সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নেমে পড়েন। প্রায় ৪০ মিনিট ধরে দুর্ঘটনা স্হলে অভিযান চালিয়ে ৩ জনকে জীবিত এবং ১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ১৯ জুলাই প্রায় ৮ টায়।
জানা যায় ট্টাক্টর ও সিএনজির সংঘর্ষে ট্টাক্টরে থাকা ধানের বস্তা যাত্রীদের চাপা দেয়। এসময় চারজন যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিলনা।
ইউএনও মাসুদ রানা হ্যান্ড মাইক নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযানে নামেন । অাধাঘন্টাব্যাপী অভিযানের পর ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। নিহত ব্যাক্তির নাম আব্দুল কদ্দুছ( ৫৫) বাড়ি বানিয়াচং আদারবাড়ির প্রাথমিক ভাবে জানাযায়।
এদিকে হবিগঞ্জ সদর থানার ওসি জানান
নিহত বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।