নিজস্ব প্রতিবেদক : করোনামুক্ত হলেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাক্তার জাকির হাসান দিদার। ২৯ জুন নমুনা পরীক্ষার পর তিনি করোনা শনাক্ত হন। এর পর কর্মস্থল ছেড়ে নিজ বাড়ি বিশ্বনাথে হোম কোয়ারেন্টিনে চলে যান।বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ ও স্বাস্থ্যবিধি পালন করেন।
এদিকে, ১৩ জুলাই সোমবার সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ফলোআপ রিপোর্ট আসে নেগেটিভ। সোমবার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি শুভাকঙ্খীসহ স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এখন থেকে কর্মস্থলে যোগ দিতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান।