ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ব্যবসায়ী শাহীন চৌধুরী (৩৮)। তিনি ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
শুক্রবার রাতে সিলেট নগরীর নর্থ-ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায় করোনা ভাইরাসে আক্রান্তের পাশাপাশি হার্টের সমস্যায়ও ভোগছিলেন তিনি । শাহীন চৌধুরী ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার ব্যবসায়ী হাজী তেরা মিয়া চৌধুরীর জেষ্ঠ্য পুত্র।
এ নিয়ে ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এর মধ্যে জাউয়া ইউনিয়নের রাউলি গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা আব্দুল হক, জাউয়া গ্রামের হাজী গণি মিয়া, পৌর শহরের বাগবাড়ীর মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, দক্ষিণ বাগবাড়ী এলাকার রেজিয়া বেগম, ফকিরটিলার প্রবাসী শাহ বশির মিয়া, ভাতগাও ইউনিয়নের হায়দরপুরের শফিকুল ইসলাম (দরাজ মাস্টার), ইসলামপুর ইউনিয়নের গনেশপুরের হাজী হিরা মিয়া রয়েছেন।
এছাড়াও সিলেটে অবস্থান করে করোনা আক্রান্ত হয়ে দেশের প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক ডা.মঈন উদ্দিন আহমদ ছাতক উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।