ডেস্ক নিউজঃ প্রানঘাতী করোনাভাইরাস এখন ধরা পড়লো সুস্বাদু ও অভিজাত খাদ্য চিংড়িতেও হিমায়িত এই ভাইরাস শনাক্তের পর ইকুয়েডরের তিনটি প্রতিষ্ঠান থেকে আমদানির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন সরকার।
আমেরিকার একটি ম্যাগাজিন ফরচুন এর অনলাইনে বলা হয়েছে সম্প্রতি একটি চালানে এসব চিংড়ি ইকুয়েডর থেকে আমদানি করা হয়েছিলো এবং তাতেই ধরা পড়ে করোনাভাইরাসের উপস্থিতি। আর তারপর এই ব্যবস্থা নেয় বেইজিং। শুক্রবার কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে তিনটি কোম্পানির চালান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে। এখন পর্যন্ত ওইসব কোম্পানি থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়া হয়নি। এর আগে এশিয়ান ফিশারিজ সোসাইটির এক সাম্প্রতিক গবেষণাপত্রে বলা হয়েছিলো মাছ বা চিংড়ির মতো জলজ প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ এবং এসব প্রাণীর মাধ্যমে মানুষের করোনা মহামারিতে কোনো ভূমিকা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব,চীন, নরওয়ে, থাইল্যান্ড,মালয়েশিয়ার এসব বিশেষজ্ঞসহ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগন এ গবেষণায় অংশ নেন। মহামাারি করোনা ভাইরাসের ভ্যাকসিন ও এর বিভিন্ন বিষয় নিয়ে পুরো পৃথিবী জুড়েই চলছে গবেষণা এবং তার থেকে বেরিয়ে আসছে নতুুুন নতুুুন ও বিস্য়কর সব তত্ত্ব।
সংবাদ শিরোনাম ::
এবার সুস্বাদু খাবার চিংড়িতেও ধরা পড়লো প্রানঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি!
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- ৭০৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ