খুর্শেদ আলমঃ ভার্চুয়াল আদালত নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না। সুতরাং, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত খোলার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এছাড়া করোনার ক্ষতি পুষিয়ে নিতে সুপ্রীম কোর্টের বাৎসরিক ছুটিসহ দেশের সকল আদালতের ডিসেম্বরের ছুটি বাতিল, পরবর্তী বছরগুলোতে ঐচ্ছিক ছুটি কমিয়ে আনা, স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও আগাম জামিন চালুর প্রস্তাব করা হয়েছে।
আজ বুধবার সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা শেষে নিয়মিত আদালত খোলার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতি বরাবর ৭ দফা প্রস্তাবনাসহ চিঠি দেয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি সকলকে অবহিত করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোঃ রুহল কুদ্দুস কাজল।