আবীর আকাশ লক্ষীপুর থেকেঃ
লক্ষ্মীপুরে হামলা ও লুটপাটের মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত বছরের অক্টোবর মাসে নিজ আত্মীয় চাচী শিমু আক্তারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় ১০জনকে আসামী করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ লক্ষ্মীপুর পৌর শহরের লিল্লাহ মসজিদ সংলগ্ন ক্বারী বাড়ীর বাসিন্দা। মামলার বাদী চাচী শিমু আক্তার একই বাড়ীর প্রতিবেশী।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে চাচা জামাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজদের। ঘটনার দিন ইমতিয়াজ আসামীদের নিয়ে জোরপূর্বক চাচার বসতঘরে হামলা চালায়। ভাঙচুর করেন বাড়ির টিনসেড ঘর ও সীমানা প্রাচীর। এসময় লুট করে নিয়ে যান ২০ হাজার টাকা মূল্যের মোবাইল সেট, ৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভিসা,পাসপোর্ট, টিকেটসহ, আকামা ও ৫ লাখ টাকার স্বর্ণসহ প্রায় ১১ লাখ ২ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যান।
একপর্যায়ে বাঁধা দিলে ইমতিয়াজসহ অন্যরা চাচী শিমু আক্তার (মামলার বাদী) শ্লীলতাহানী করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে চাচীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমতিয়াজসহ আসামীরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি-তদন্ত মোসলেহ উদ্দিন জানান, মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ মামলায় অন্য আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।