ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

কেশবপুরে করোনা আক্রান্ত ও অবৈধ পশুর হাটের কারনে কোটি টাকার ক্ষতির মুখে হাট মালিক

এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুর পৌরসভার পশুহাট মালিকরা কোটি টাকার ক্ষতির মুখে। তিন মাসেও করোনা ভাইরাসের প্রভাবে বাজার বন্ধ ছিল। সপ্তাহে দুইটি হাট। ইতিমধ্যে ২৩ টি হাটে বাজারে গরু শূন্য গেছে।
পশু হাট মালিক আবু কালাম জানান ভ্যাটসহ পশু হাটটি প্রায় ১কোটি ৭৬ লক্ষ টাকায় দরপত্রের মাধ্যমে ক্রয় করা। সেই হিসাবে প্রতি হাটে ১লক্ষ ৮০ হাজার টাকা উঠানোর কথা। কয়েক দিন পরে ঈদুল আজহা।চলমান করোনা পরিস্থিতির কারণে এবার বেশ কঠিন পরিস্থিতির মধ্যে হাট চালাতে হচ্ছে। ঈদুল আজহার প্রধান উৎসব কোরবানি। তাই গরু হাট জমে উঠার কথা । কিন্তু এবার গরু শূন্য পশুহাট। এর উপর কেশবপুরের সাতবাড়িয়া বাজারে অবৈধভাবে পশু হাট গড়ে উঠেছে। এই হাটটি বন্ধের দাবি জানান তিনি।
সরোজমিনে যেয়ে দেখা যায় প্রায় দুই কোটির টাকার এই হাটটিতে কয়েকটি গরু উঠেছে। নেই লোকসমাগম।

করোনাকালে এ পশুহাট মালিকরা চরম হতাশায় ভূগছেন। এহাটের ইনচার্জ ইকবাল খান তোতা জানান প্রতিদিন এখন প্রতিদিন দশ বিশ হাজার টাকা আদায় হচ্ছে। পশু হাটের একটি বড় আয় ঈদুল ফিতর ও ঈদুল আজহার। ঈদুল ফিতরের সময় আম্পান ও করোনার প্রভাবে হাট বন্ধ ছিল। এবার ঈদুল আজহায় একই অবস্থা। মোট
১৮ জন লোক কাজ করে এই হাটিতে। তাদের বেতন এবং হাটের টাকা মিলে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন।
এমন অবস্থায় চরম আর্থিক ক্ষতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ট্যাগস

সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

কেশবপুরে করোনা আক্রান্ত ও অবৈধ পশুর হাটের কারনে কোটি টাকার ক্ষতির মুখে হাট মালিক

আপডেট সময় ০৩:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুর পৌরসভার পশুহাট মালিকরা কোটি টাকার ক্ষতির মুখে। তিন মাসেও করোনা ভাইরাসের প্রভাবে বাজার বন্ধ ছিল। সপ্তাহে দুইটি হাট। ইতিমধ্যে ২৩ টি হাটে বাজারে গরু শূন্য গেছে।
পশু হাট মালিক আবু কালাম জানান ভ্যাটসহ পশু হাটটি প্রায় ১কোটি ৭৬ লক্ষ টাকায় দরপত্রের মাধ্যমে ক্রয় করা। সেই হিসাবে প্রতি হাটে ১লক্ষ ৮০ হাজার টাকা উঠানোর কথা। কয়েক দিন পরে ঈদুল আজহা।চলমান করোনা পরিস্থিতির কারণে এবার বেশ কঠিন পরিস্থিতির মধ্যে হাট চালাতে হচ্ছে। ঈদুল আজহার প্রধান উৎসব কোরবানি। তাই গরু হাট জমে উঠার কথা । কিন্তু এবার গরু শূন্য পশুহাট। এর উপর কেশবপুরের সাতবাড়িয়া বাজারে অবৈধভাবে পশু হাট গড়ে উঠেছে। এই হাটটি বন্ধের দাবি জানান তিনি।
সরোজমিনে যেয়ে দেখা যায় প্রায় দুই কোটির টাকার এই হাটটিতে কয়েকটি গরু উঠেছে। নেই লোকসমাগম।

করোনাকালে এ পশুহাট মালিকরা চরম হতাশায় ভূগছেন। এহাটের ইনচার্জ ইকবাল খান তোতা জানান প্রতিদিন এখন প্রতিদিন দশ বিশ হাজার টাকা আদায় হচ্ছে। পশু হাটের একটি বড় আয় ঈদুল ফিতর ও ঈদুল আজহার। ঈদুল ফিতরের সময় আম্পান ও করোনার প্রভাবে হাট বন্ধ ছিল। এবার ঈদুল আজহায় একই অবস্থা। মোট
১৮ জন লোক কাজ করে এই হাটিতে। তাদের বেতন এবং হাটের টাকা মিলে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন।
এমন অবস্থায় চরম আর্থিক ক্ষতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।