ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

সমাজের অসহায় মানুষের কল্যাণে ও একজন শিক্ষিত মা তৈরিতে এম আবুল হাশেম বিএসসি’র ভূমিকা অনন্য।

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজু

চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটময় এই পরিস্থিতিতে যেখানে প্রতিনিয়তই শুনা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসংস্থানের কর্মকর্তা কর্মচারীর বেতন বন্ধ রয়েছে সেখানে বিশ্বানাথের জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বা কর্মকর্তা কর্মচারীর বেতন যথারীতি সময়মতই দিয়ে যাচ্ছেন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী জনাব এম. আবুল হাশেম বি.এস.সি।
জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মাদ্রাসা মহিলাদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।এলাকার প্রতিটি ঘর কে জান্নাতের টুকরায় পরিণত করার লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে অনন্য অতুলনীয় চূড়ায় পৌঁছাতে যিনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল জনাব এম.আবুল হাশেম বিএসসি তিনি প্রতিটি মুহূর্ত জামিয়ার উন্নতি-অগ্রগতি, আসাতিযায়ে কিরাম ও শিক্ষার্থীদের চিন্তায় ব্যায় করে যাচ্ছেন।
চলমান এই মহামারী পরিস্থিতিতে মাদরাসার শিক্ষাবিষয়ক সকল কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ তবুও তিনি আসাতিযায়ে কিরামদের বেতন নিয়মিতভাবেই দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো মাসের বেতন বাকি রাখেন নি কিংবা বেতনের হারও কমান নি।

বৈশ্বিক এই মহামারীতে এলাকার দরিদ্র মানুষদের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন তাঁর মহতী উদ্যোগের কারনে সর্বমহলে তিনি সমাদৃত ও প্রশংসীত হয়েছেন। তাঁরমতো মহৎ ও মহান মনের মানুষের কোনো তুলনা হয় না।
জামিয়ার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য যেন তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা উনার এই অবিস্মরণীয় অবদান ও পরিশ্রমকে কবুল করুন।

জামিয়ার প্রিন্সিপাল ও দ্বীনদরদী ভাই-বোনেরা যারা প্রবাসে ও দেশে থেকে জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসায় বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন তাদের মেহনত ও দানকে আল্লাহ কবুল করুন।এবং তাঁদের নেক হায়াত দান করুন। আমিন।।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

সমাজের অসহায় মানুষের কল্যাণে ও একজন শিক্ষিত মা তৈরিতে এম আবুল হাশেম বিএসসি’র ভূমিকা অনন্য।

আপডেট সময় ০৪:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজু

চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটময় এই পরিস্থিতিতে যেখানে প্রতিনিয়তই শুনা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসংস্থানের কর্মকর্তা কর্মচারীর বেতন বন্ধ রয়েছে সেখানে বিশ্বানাথের জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বা কর্মকর্তা কর্মচারীর বেতন যথারীতি সময়মতই দিয়ে যাচ্ছেন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী জনাব এম. আবুল হাশেম বি.এস.সি।
জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মাদ্রাসা মহিলাদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।এলাকার প্রতিটি ঘর কে জান্নাতের টুকরায় পরিণত করার লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে অনন্য অতুলনীয় চূড়ায় পৌঁছাতে যিনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল জনাব এম.আবুল হাশেম বিএসসি তিনি প্রতিটি মুহূর্ত জামিয়ার উন্নতি-অগ্রগতি, আসাতিযায়ে কিরাম ও শিক্ষার্থীদের চিন্তায় ব্যায় করে যাচ্ছেন।
চলমান এই মহামারী পরিস্থিতিতে মাদরাসার শিক্ষাবিষয়ক সকল কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ তবুও তিনি আসাতিযায়ে কিরামদের বেতন নিয়মিতভাবেই দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো মাসের বেতন বাকি রাখেন নি কিংবা বেতনের হারও কমান নি।

বৈশ্বিক এই মহামারীতে এলাকার দরিদ্র মানুষদের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন তাঁর মহতী উদ্যোগের কারনে সর্বমহলে তিনি সমাদৃত ও প্রশংসীত হয়েছেন। তাঁরমতো মহৎ ও মহান মনের মানুষের কোনো তুলনা হয় না।
জামিয়ার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য যেন তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা উনার এই অবিস্মরণীয় অবদান ও পরিশ্রমকে কবুল করুন।

জামিয়ার প্রিন্সিপাল ও দ্বীনদরদী ভাই-বোনেরা যারা প্রবাসে ও দেশে থেকে জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসায় বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন তাদের মেহনত ও দানকে আল্লাহ কবুল করুন।এবং তাঁদের নেক হায়াত দান করুন। আমিন।।