খোর্শেদ আলমঃ হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে ইভটিজিং করার দায়ে মোসাব্বির মিয়া নামে এক বখাটেকে আটক করা হয়। সে উপজেলা সদরের কালিকা পাড়া মহল্লার মুহিব মিয়ার ছেলে। বুধবার বিকাল ৫টায় ( ১লা জুলাই ) আটকের পর সে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যনির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। এই বখাটে অনেক দিন যাবত জৈনক প্রধান শিক্ষিকাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এই বখাটেকে শাস্তি আওতায় আনতে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এলাকার সচেতন লোকজন ও বানিয়াচং থানার একদল পুলিশ।