টাইম নিউজ ইউকেবিডি ডেস্কঃ
প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বিবাহ অনুষ্টান বন্ধ থাকার পর নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে তা আবার চালু হতে যাচ্ছে, জুলাইয়ের চার তারিখের পর বিবাহ অনুষ্ঠানের নিয়মনীতিতে বলা হয়েছে
নতুন বর এবং কনে দুজনকেই মালাবদল আর আংটি বদলের আগে ও পরে নিজেদের হাত ধুয়ে নিতে হবে এবং অনুষ্ঠানস্থল বা হলরুম ৩০ জনের বেশি অতিথি ধারন ক্ষমতা সম্পন্ন হতে হবে এবং অতিথির সংখ্যা ৩০ জনের ভিতরেই রাখতে হবে।
বৃটিশ সরকার জুলাইয়ের চার তারিখের পর সবকিছুতেই স্বাভাবিকতা নিয়ে আসতে এধরনের কিছু নতুন আইন চালু করেছে।
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আক্রমনে গোটা বিশ্বের অর্থনীতিতে ভঙ্গুরতা বিরাজমান আর সেই ভঙ্গুরতা বা স্থবিরতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে অর্থনীতি কে ফিরাতে গিয়ে যাতে করোনা ফিরে না আসে সেটাই প্রত্যাশা করেন দেশের জনগণ।