ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

আন্ নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার টাকার সাহায্য এনিমিয়ায় আক্রান্ত তাওহীদ মিয়াকে।

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজু

আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র পক্ষ থেকে মো:তাওহিদ মিয়াকে এ প্লাসটিক এনিমিয়া রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসাবাবদ ১ লক্ষ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে ।

আজ ২৯/৬/২০২০ ইংরেজী ট্রাস্টের বাংলাদেশ শাখার ব্রাঞ্চ অফিস জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসা শিমুল তলা, বিশ্বনাথে আনুষ্ঠানিক ভাবে তাওহিদের অভিভাবকদের হাতে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়।
সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি জনাব আব্দুল হক ও ট্রাস্টের সেক্রেটারি জনাব আকবর হোসেন কিসমত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা লেখক ফোরামের সভাপতি, কবি ও সাংবাদিক জনাব নাজমুল ইসলাম।
এবং মাও.সালিম আহমদ (নায়েবে মুহতামিম অত্র জামেয়া) হা.মাও.রেজাউল হক রাজু ,প্রমুখ ।
লালটেক থেকে আগত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মাস্টার আজম আলী,সহকারী শিক্ষক আলহাজ্ব তাহির আলী হাই স্কুল লালটেক।জনাব আনওয়ার হুসেন ও জনাব আব্দুল কুদ্দুস।

প্রবাসে অবস্থানরত ট্রাস্টের ফাউন্ডার ও প্রধান খাদেম জনাব এম আবুল হাশেম (বি. এস.সি) ফেইস বুক বার্তার মাধ্যমে তাওহিদের সংবাদ শুনতে পান ,পরে ট্রাস্টের সদস্যদের সাথে পরামর্শের মাধ্যমে তাওহিদের চিকিৎসার জন্য উদ্যোগী হন।
মানুষ মানুষের জন্য, আমাদের কর্তব্য মানুষের বিপদে এগিয়ে আসা,যার দৃষ্টান্ত বার বার প্রমান করে দিয়ে যাচ্ছেন প্রবাসে অবস্থানরত জনাব এম আবুল হাশেম বি. এস.সি। তাওহিদ মিয়া বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের অন্তর্গত কামাল বাজার এলাকার লালটেক গ্রামের জনাব মুখতার আলীর ছেলে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আন্ নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার টাকার সাহায্য এনিমিয়ায় আক্রান্ত তাওহীদ মিয়াকে।

আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজু

আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র পক্ষ থেকে মো:তাওহিদ মিয়াকে এ প্লাসটিক এনিমিয়া রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসাবাবদ ১ লক্ষ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে ।

আজ ২৯/৬/২০২০ ইংরেজী ট্রাস্টের বাংলাদেশ শাখার ব্রাঞ্চ অফিস জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসা শিমুল তলা, বিশ্বনাথে আনুষ্ঠানিক ভাবে তাওহিদের অভিভাবকদের হাতে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়।
সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি জনাব আব্দুল হক ও ট্রাস্টের সেক্রেটারি জনাব আকবর হোসেন কিসমত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা লেখক ফোরামের সভাপতি, কবি ও সাংবাদিক জনাব নাজমুল ইসলাম।
এবং মাও.সালিম আহমদ (নায়েবে মুহতামিম অত্র জামেয়া) হা.মাও.রেজাউল হক রাজু ,প্রমুখ ।
লালটেক থেকে আগত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মাস্টার আজম আলী,সহকারী শিক্ষক আলহাজ্ব তাহির আলী হাই স্কুল লালটেক।জনাব আনওয়ার হুসেন ও জনাব আব্দুল কুদ্দুস।

প্রবাসে অবস্থানরত ট্রাস্টের ফাউন্ডার ও প্রধান খাদেম জনাব এম আবুল হাশেম (বি. এস.সি) ফেইস বুক বার্তার মাধ্যমে তাওহিদের সংবাদ শুনতে পান ,পরে ট্রাস্টের সদস্যদের সাথে পরামর্শের মাধ্যমে তাওহিদের চিকিৎসার জন্য উদ্যোগী হন।
মানুষ মানুষের জন্য, আমাদের কর্তব্য মানুষের বিপদে এগিয়ে আসা,যার দৃষ্টান্ত বার বার প্রমান করে দিয়ে যাচ্ছেন প্রবাসে অবস্থানরত জনাব এম আবুল হাশেম বি. এস.সি। তাওহিদ মিয়া বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের অন্তর্গত কামাল বাজার এলাকার লালটেক গ্রামের জনাব মুখতার আলীর ছেলে।