বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে এবার লক্ষ লক্ষ হজ্জ যাত্রীরা হজ্জ সম্পন্ন করতে পারছেননা। সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এই নির্দশনা দেয়া হয়। এই সংবাদ শোনার পর অনেক হজ্জ যাত্রীই পড়েছেন বিপাকে।
দেশটির হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ যেভাবে দিন দিন বাড়েই চলেছে এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়নি এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আর তাই এধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।