বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্যাক ব্রণ নিরাময় করতে সাহায্য করে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ব্রণ প্রবণ ত্বকের উপযোগী কয়েকটি মাস্ক সম্পর্কে জানানো হল।
হলুদ ও মধুর প্যাক
হলুদে থাকা প্রদাহনাশক উপাদান কেবল ত্বকের ব্রণই দূর করেনা পাশাপাশি উজ্জ্বলতা
ব্যবহার পদ্ধতি: হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি ত্বক মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করে ফেলুন।
পরামর্শ: এক চামচ দই এই প্যাকে যোগ করতে পারেন। এতে ত্বকের ব্রণ সৃষ্টিকারী মৃত কোষ দূর হবে।
অ্যালো ভেরার ফেইস প্যাক
ব্রণের কারণে ত্বকে জ্বলুনি ও প্রদাহ দেখা দেয়। অ্যালো ভেরা ত্বক ঠাণ্ডা রাখে এবং তাৎক্ষনিকভাবে ত্বকে আরাম অনুভূত হয়। এছাড়াও অ্যালো ভেরা স্বাস্থ্যসম্মত যা নিয়মিত খাওয়া হলে ব্রণ ও ব্রেক আউট নিয়ন্ত্রণ করে।
ব্যবহার পদ্ধতি: তাজা অ্যালোভেরা কেটে আক্রান্ত স্থানে লাগান। ১০ মিনিট পরে তা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরামর্শ: রাতে ঘুমানোর আগে ব্রণের ওপর অ্যালো ভেরা মেখে ঘুমান। সকালে উঠে ভালো ফলাফল পাবেন।
হলুদ ও নিমের প্যাক
প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় নিম ও হলুদ ব্যবহার করা হচ্ছে। এর ফাঙ্গাল ও ব্যাক্টেরিয়া বিরোধী গুণাগুণ ত্বকের ব্রণ ও দাগ কমাতে সহায়তা করে।
ব্যবহার পদ্ধতি: এক টেবিল চামচ নিম পাতা বেটে নিন। এতে আধা চা-চামচ হলুদের গুঁড়া যোগ করুন। মসৃণ পেস্ট তৈরি করে তা মুখে মেখে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরামর্শ: হলুদ খুব বেশি সময় ত্বকে রাখলে ত্বকে হলুদের দাগ বসে যায় তাই কম সময় ত্বকে ব্যবহার করতে হবে।
টি ট্রি তেল ও ডিমের সাদা অংশের প্যাক
টি ট্রি তেল ব্যাক্টেরিয়ারোধী উপাদান সমৃদ্ধ এবং ব্রন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডিমের সাদা অংশ প্রাকৃতিক কন্ডিশনার সমৃদ্ধ, ডিমের সাদা অংশ ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে।