করোনাভাইরাস ইতোমধ্যেই মহামারী আকারে রূপ নিয়েছে। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ১৩৩টি দেশে ছড়িয়েছে। ১৮ মার্চ পর্যন্ত বিশ্বে ১,৯৯,১৮৪ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৭,৯৯৪ জনের। বাংলাদেশেও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।
বিপদসঙ্কুল এমন পরিবেশে ইতোমধ্যে সমাবেশ, ভিড়, ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। আইইডিসিআরসহ দেশের চিকিৎসকরাও একাধিক মানুষের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমুদ্রসৈকতে না যেতে নির্দেশ দিয়েছে।