৩১১ ওয়ানডে ম্যাচে ১১৩৬৩ রান করেছেন।ভারতের হয়ে ১৪৬ ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেনসিতে উদযাপন করেছেন ৭৬টি জয়। বিশ্বকাপে ২১ ম্যাচে ৫৫.৮৮ গড়ে করেছেন ১০০৬ রান। ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংসটি তার বিশ্বকাপে, ১৯৯৯ বিশ্বকাপে টন্টনে শ্রীলংকার বিপক্ষে।
২০০৩ বিশ্বকাপে ভারত রানার্স আপ হয়েছে তার ক্যাপ্টনসিতে । বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপটা নিয়ে শেষ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট। তবে তার ওই আক্ষেপটা দেশের মাটিতে ভারত লাঘব করেছে ২০১১ বিশ্বকাপে। সেই ট্রফি জয়কেই ভারতের সেরা দিন বলছেন সৌরভ।
টাইম নিউজ বিডি ডেস্ক : 















