বারট্রেনড রাসেলের দ্য হিস্টোরি অব ওয়েস্টার্ন ফিলোসফি নামে বইয়ে একটি বিখ্যাত উক্তি রয়েছে, “দর্শন এমন একটি শব্দ যা বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। কিছু সময় বৃহত্তরভাবে আবার কিছু সময় সংকীর্ণভাবে। আমি এই বিষয়কে ব্যাপক বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করার প্রস্তাব করি।”
বিপ্লবী থেকে বিশ্বের মহানায়ক হয়ে উঠা ফিদেল কাস্ত্রো যেন সারাজীবন নিজের ভেতর এই দর্শন লালন করে এসেছেন। সেই কারণেই সুবিধাবঞ্চিত, কর্মঠ, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী মানুষদের পরম বন্ধু ছিলেন ফিদেল কাস্ত্রো।