বিনোদন
শ্রীদেবী আমার সঙ্গে আট মাস কথা বলেনি : বনি
নিউজজি ডেস্ক জুন ১৫, ২০২০, ০১:৪০:১৬

২০১৮ এর এক ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর অকাল প্রয়াণের খবর শোকে মুহ্যমান করে দিয়েছিল গোটা দেশকে। দেখতে দেখতে দু বছর গড়িয়েছে। স্ত্রীয়ের অনুপস্থিতি এখনও কাঁদায় বনি কাপুরকে। এখনও যে কোনও সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে একটু পর পরই উঠে আসে শ্রীদেবীর নাম।
সম্প্রতি অতীতের স্মৃতি খুঁড়ে বনি টেনে এনেছেন এক ঘটনার কথা। আর তাতেই চমকে উঠেছে শ্রীদেবীর অনুরাগীরা। বনি কাপুর তাকে ভালোবাসার কথা জানানোর পর আট মাস কোনও কথাই বলেননি শ্রীদেবী।
টাইম নিউজ বিডি ডেস্ক : 










